সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:৪০ অপরাহ্ন
মো:তারিক হাসান কোনাবাড়ী (গাজীপুর)প্রতিনিধি . শুক্রবার ১৮ জানুয়ারি উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে গাজীপুরে মেঘের ছায়া রিসোর্ট সেন্টারে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের ৩য় বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক ও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলীদের সহযোগীতায় ৩য় বারের মতো এ বার্ষিক বনভোজনের আয়োজন করেন তারা। উক্ত বনভোজনে বরিশাল বিভাগের বিপুল সংখ্যক মানুষ সপরিবারে অংশগ্রহণ করেন । সকালে ১ম পর্বে বনভোজনে ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে ছিলো (ক) ও (খ) গ্রুপ বালকদের ১০০ মিটার দৌড়। অবিবাহিত মেয়েদের চেয়ার খেলা ইত্যাদি। দুপুরে ছিলো সুস্বাদু খাবারের ব্যবস্থা। দ্বিতীয় পর্বে বিকেল তিনটায় বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সভাপতি, মোঃ মাইনুল ইসলাম টিপুর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক, মোঃ কবির হোসেন খানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন অত্র ক্লাবের প্রধান উপদেষ্টা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গাজীপুর মিউজিক ক্লাবের শিল্পীগোষ্ঠী। তৃতীয় পর্বে সন্ধ্যায় শুরু হয় লাকি কুপন ড্র। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর, মিসেস বেনু বারেক,১০,১১, ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত, কাউন্সিলর, তাসলিমা নাসরিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, কাউসার আহমেদ, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর, দেলোয়ার হোসেন দুলাল, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর, আব্বাস উদ্দিন খোকন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আলহাজ্ব শেখ আক্কাস আলী,গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আনিসুর রহমান মাষ্টার, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি পদপ্রার্থী, কামরুন নাহার মুন্নী, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পদপ্রার্থী, মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।