সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার অনুমোদিত নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পটুয়াখালীর কৃতি সন্তান পটুয়াখালী সরকারি কলেজের মাস্টার্স গণিত বিভাগের মেধাবী ছাত্র মোঃ ফজুল হক মুনসেফ যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সূত্র জানায়, গতকাল ২৯ জুন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, ফয়জুল হক মুনসেফ পটুয়াখালী সদর উপজেলার মুনসেফ পাড়ার ৫ নং ওয়ার্ডের ফজলুল হক এর পুত্র।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।